প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল দেয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) চিঠি পাঠানো হয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের পদোন্নতি ব্যতিরেকে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে মতামত দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগের মতামতে বলা হয়েছে, পদের মূল বেতনস্কেল উন্নীত হলে, ওই তারিখ থেকে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী একই পদে পরবর্তী দশ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে। গত নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। একই সঙ্গে প্রধান...