বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থায় না গেলে কৃষি থেকে বড় ধরনের সুফল আসবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে ব্যাকওয়ার্ড লিংকেজ সক্ষমতা বাড়ানো জরুরি। কারণ এ খাতই ভ্যালু অ্যাড (মূল্য সংযোজন) করতে সক্ষম। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে বিসিআই সভাপতি এসব কথা বলেন। আনোয়ার-উল আলম জানান, দেশে ২৬ লাখ ২৪ হাজার বেকার রয়েছে, অথচ তৈরি পোশাক খাত আর নতুন কর্মসংস্থান দিতে পারছে না। বর্তমানে এ খাতে সরাসরি কর্মরত ৩৫ লাখ শ্রমিক। স্বল্প মজুরির খাত হওয়ায় এখানে আর সম্ভাবনা নেই। এখন মনোযোগ দিতে হবে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে, যেখানে হালকা প্রকৌশল যন্ত্রপাতিই ভবিষ্যৎ ও জীবনীশক্তি। এ...