যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। নেতানিয়াহু আরও বলেন, ৭ অক্টোবরের গণহত্যার পর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসকে বিরাট পুরস্কার’ দেওয়া। তিনি দাবি করেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তিনি বছরের পর বছর ধরে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ প্রতিষ্ঠা রোধ করেছেন। অধিকৃত পশ্চিম তীরকে বোঝাতে ইসরায়েলে ব্যবহৃত শব্দ ‘জুডিয়া ও সামেরিয়া’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, সেখানে ইহুদি...