চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের ন্যায় রোববার সুপার ফোরেও ভারত ও পাকিস্তানের অধিনায়করা টস করার পর নিয়ম অনুযায়ী হাত না মিলিয়ে মাঠ ছাড়েন ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের ‘করমর্দন কাণ্ডের’ পর কেটে গেছে এক সপ্তাহ। তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিতর্কিত সেই ঘটনার জন্য এবার ভারতকে শূলে চড়ালেন মোহাম্মদ আজহারউদ্দিন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে পারলে হাত মেলাতে সমস্যা কোথায়, সেটা বুঝতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে বিতর্কের জন্ম দেয় ভারতীয় দল। টুর্নামেন্টে দুই দলের আরেকটি ম্যাচ দুয়ারে। তাই ঘুরে-ফিরে আলোচনায় আসছে আগের সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ। ওই ‘করমর্দন কাণ্ড’ নিয়ে জল গড়ায় অনেকদূর। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে হাত না মেলাতে অনুরোধ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)...