এবারের দুর্গাপূজায় টালিউডে চারটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এর মধ্যে অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’ একটি। সেই উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দর্শকদের টিকিট কেটে ট্রেলার দেখার সিস্টেম তৈরি করেন অভিনেতা। দেবের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’ও পূজায় মুক্তি পেতে চলেছে। শুধু উপস্থিতই ছিলেন না, তিনি দেবকে ‘ছোটভাই’ হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসাও করেন। প্রসেনজিৎ বলেন, আমি আজ এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন আমার ছোটভাই দেব। তার সিনেমা আগামী ৩০ বছরও যেন দর্শকদের একইভাবে আনন্দ দিতে পারে। দেব আরও ৩০ বছর রাজত্ব করুক। আরও পড়ুনআরও পড়ুনডেবিট ক্রেডিট না ‘মাফিয়া কার্ড’— দেব কোনটি ব্যবহার করেন, প্রশ্ন সৃজিতের এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘রঘু ডাকাত'...