২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান তালেবান সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত স্থানীয় সংবাদমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কোনো চুক্তির মাধ্যমে কাউকে দেওয়া সম্ভব নয়। আমাদের এর প্রয়োজনও নেই।” এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির কড়া জবাব দেন। কয়েক দিন আগে যুক্তরাজ্যে এক সফরকালে ট্রাম্প বাগরাম ঘাঁটি ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আফগানিস্তান যদি যারা বাগরাম ঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।’ তালেবান কর্মকর্তার মতে,...