শেষ চারটা ওভারে ৫০ রান এসেছে বলে রক্ষা পাকিস্তানের! না হলে মাঝে যেভাবে পাকিস্তান পথ হারিয়েছিল, তাতে ভারতের বিপক্ষে ১৬০-এর বেশি লক্ষ্য দিতে পারে কি না, সে নিয়েই তো শঙ্কা দেখা গিয়েছিল! শেষের দিকের ওই ঝড়ে দুবাইয়ে আজ সুপার ফোরের ম্যাচে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান। অথচ শুরুর দশ ওভারে পাকিস্তান যেভাবে খেলছিল, তাতে লক্ষ্যটা তো দুই শ ছুঁইছুঁই-ই হওয়ার কথা ছিল! কিন্তু সেখান থেকে মাঝের পাঁচ-ছয় ওভারে ভারত এমনভাবেই চেপে ধরল যে, ১৭০ পেরোতেই শেষ চার ওভারের ঝড়ের দরকার হয়েছে পাকিস্তানের। টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানো ভারত শুরুতে ভুলই করেছে কি না, এমন শঙ্কাই হয়তো পেয়ে বসেছিল ভারতের সমর্থকদের। পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তান তুলে ফেলে ৫৫ রান – ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে তাদের সর্বোচ্চ।...