ইনিংসের তৃতীয় বলে জীবন পাওয়ার পর ৫৮ রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। তিন ম্যাচ ডাক মারার পর ব্যাটে রান পান সাইম আইয়ুব। আর শেষ দিকে ৮ বলে ২০ রানের ক্যামিও খেলেন ফাহিম আশরাফ। তাতে মাঝের দিকে খেই হারালেও সুপার ফোরের ম্যাচে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। আজ ভারতের ফিল্ডাররা চারটি ক্যাচ ফেলেন। সবশেষ তারা এতগুলো ক্যাচ ফেলেছিল পাকিস্তানের বিরুদ্ধেই, মেলবোর্নে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ। পাকিস্তান শেষ তিন ওভারে ৪২ রান তুলে কিছুটা ঘুরে দাঁড়ালেও ১৭১ রানে থেমে কিছুটা হতাশই হবে, কারণ শুরুর ঝড়ো ব্যাটিং অনুযায়ী আরও বড় সংগ্রহের আশা ছিল। প্রথম ১০ ওভারেই তারা তোলে ৯১ রান। সাহিবজাদা ফারহান দুর্দান্ত ব্যাটিং করে বুমরাহকে আক্রমণ করেন, যিনি প্রথম তিন ওভারে ৩৪ রান দেন। ফারহান দ্বিতীয় উইকেটে...