আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে টপঅর্ডার ব্যাটাররা ভালো শুরু এনে দিলেন। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা খেলার সেই গতি ধরে রাখতে পারলেন না। একটা সময় মনে হচ্ছিল দুইশ ছুঁয়ে ফেলবে পাকিস্তান। কিন্তু মাঝের ওভারগুলোর ব্যর্থতায় তা আর হয়নি। বরং মনে হচ্ছিল, দেড়শ পার করতেই কষ্ট হবে। শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে দেড়শ ছাড়িয়ে লড়াই করার মতো পুঁজি পেয়েছে পাকিস্তান। আজ রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ওপেনিং জুটিতে পরিবর্তন এনে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। সেটা কাজেও দিয়েছিল। ভালো শুরু এনে দিয়েছিলেন ফখর জামান আর সাহিবজাদা ফারহান। প্রথম দুই ওভারেই ১৭ রান নিয়েছিলেন। কিন্তু তৃতীয় ওভারে বিতর্কিত আউটে ফখর ফিরলে ভাঙ্গে সেই জুটি। ফেরার আগে...