চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ২ জন। এছাড়া চাকসু নির্বাচনে বিজ্ঞানের শিক্ষার্থীদের অংশগ্রহণও কম। ঘোষিত ১০ প্যানেলের শীর্ষ তিন পদে নির্বাচন করা ৩০ প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন বিজ্ঞানের বিভাগগুলোতে পড়ুয়া। শতাংশের হিসাবে এটি মাত্র ১৩। তারা হলেন-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’র ভিপি প্রার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিন। বিভিন্ন কো-কারিকুলাম সংগঠনে যুক্ত নেতাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক প্যানেল ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’র জিএস প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজ্জাদ হোসেন এবং এজিএস প্রার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাঈদ মুহাম্মদ মুশফিক হাসান। স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও ছাত্র ফেডারেশনের স্বতন্ত্র শিক্ষার্থী জোট থেকে জিএস...