সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালকে ৪-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রেখেছে লাল সবুজের দল। রিফাত কাজীর হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট কেটেছে নাজমুল হুদা ফয়সালের দল। শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোল করেন মোহাম্মদ আরিফ। ১-০তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঝলক দেখান রিফাত কাজী। ৪৮ মিনিটে দলের ব্যবধান বাড়ান রিফাত। এরপর ৬৪ ও ৮৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন রিফাত। বাংলাদেশ ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে। ‘এ’ গ্রুপের লড়াইয়ে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে...