দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এর আগে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতি’ দেশে মুক্তি পেলেও, প্রথম সিনেমাটিই দেশের দর্শকদের জন্য মুক্তি পায়নি। মেহজাবীন জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাবা’। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার যে জীবনসংগ্রাম, সে গল্পই পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ এখন পাচ্ছি। এ সিনেমার জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও...