প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে সব ম্যাচেই আম্পায়ারিং করবেন নারী অফিসিয়ালরা। জেসিসহ ১৪ জন নারী আম্পায়ার পরিচালনা করবেন বিশ্বকাপের ৩১ ম্যাচ। জেসি ৫ ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার। আর ২টি করে ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আপাতত প্রাথমিক পর্বের ম্যাচগুলোর আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ারদের নাম পরে জানানো হবে। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের পর্দা উঠবে। এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। মাঠের আম্পায়ার হিসেবে পাঁচ ম্যাচে আম্পায়ারিং করবে তিনি। গুয়াহাটিতে আগামী ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ...