
ঢাকার বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দক্ষিণখান থানা এলাকার কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নানকে’ কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকাল ৯টার দিকে দক্ষিণখান থানার আইনুচবাগ এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণী অনুযায়ী, গত ১৮ এপ্রিল সকালে বিমানবন্দর থানার কসাইবাড়ী মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন মুখে মাস্ক পরে মিছিল করে। আসামিরা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটাতে সরকারবিরোধী স্লোগান দেন ও সমাবেশ আয়োজনের...