এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পরের ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ঐ ম্যাচটি টাইগারদের ভাগ্য নির্ধারণ করতে পারে। ভারতের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের ফাইনালের পথে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের। দুবাইতে তীব্র গরমের কারণে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা সব সময় কঠিন ও চ্যালেঞ্জিং। তারপরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। আপাতত ভারত ম্যাচ ঘিরেই সব ভাবনা বাংলাদেশের। ভারতকে হারানোর পরিকল্পনা কষছে তারা। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুবই খারাপ। তারপরও টুর্নামেন্টে ধারাবাহিকতার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। অতীতে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। একই সঙ্গে ভারতের...