যুক্তরাষ্ট্রের আদালত ফিলিপিন্সের আরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার ‘বাজেয়াপ্ত’ করেছে এর মাধ্যমে রিজার্ভ চুরির মোট ১০ কোটি ১০ লাখ ডলার ফেরত আসতে যাচ্ছে বাংলাদেশ রিজার্ভ চুরির ঘটনায় দেশি-বিদেশি যে চক্রই জড়িত থাকুক কেউ রেহাই পাবে না: সিআইডিপ্রধান তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি-বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না। বাজেয়াপ্ত হওয়া অর্থ উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানো হবে।’ এদিন রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন সিআইডির আইনজীবী এহসানুল হক সমাজী। তিনি বলেন, ‘আলোচিত এ মামলায় সিআইডির দায়িত্ব ছিল শুধু তদন্ত করা।’ তদন্ত প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন বলে জানান তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব...