ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন। রবিবার তারা এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি খুনিদের জন্য পুরস্কার। এর তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা: অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্বের তাৎক্ষণিক প্রয়োগ এবং ফিলিস্তিনি সন্ত্রাসী কর্তৃপক্ষের সম্পূর্ণ ধ্বংস।” এক্স- এক পোস্টে তিনি বলেছেন, “আমি পরবর্তী সরকারি সভায় সার্বভৌমত্ব প্রয়োগের জন্য একটি প্রস্তাব জমা দিতে চাইছি।” সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর হুমকির প্রতিধ্বনি করে...