২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম ইরানের ফ্রিস্টাইল এবং গ্রেকো-রোমান দল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে। এক দিন বাকি থাকতেই ইরানের গ্রেকো-রোমান দল ২০২৫ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয়। গ্রেকো-রোমান কুস্তিগীররা এরই মধ্যে দুটি স্বর্ণপদক জিতেছে। ৮২ কেজিতে গোলামরেজা ফারুকী এবং ১৩০ কেজিতে আমিন মিরজাজাদে স্বর্ণপদক জিতেছেন। এছাড়া ৫৫ কেজিতে পায়াম আহমাদী একটি রৌপ্য পদক লাভ করেছেন। ২০২৪ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন মোহাম্মাদ হাদি সারভি শনিবার রাতে ৯৭ কেজি বিভাগে ইরানের তৃতীয় স্বর্ণপদক অর্জনের সুযোগ পাবেন। ইরানের গ্রেকো-রোমান স্কোয়াড এর আগে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল—১৯৬১, ১৯৬৫, ১৯৯৮, ২০০২ এবং ২০১৩ সালে। এর আগে, ইরানের ফ্রিস্টাইল দল ১২ বছর অপেক্ষার পর শিরোপা জিতে, যা গ্রেকো-রোমান কুস্তির জন্যও একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি...