২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম শাহিবজাদা ফারহানের ব্যাটে দারুণ শুরুতে বড় সংগ্রহের ভিত পেয়েছিল পাকিস্তান। কিন্তু দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে ঘুরে দাঁড়ালো ভারত। তাদের দুর্দান্ত বোলিংয়ে টাইমিং পেতেই হিমশিম খেলেন সাইম আয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নেওয়াজরা। তাদের সংগ্রহটাও তাই স্পর্শ করতে পারেনি প্রত্যাশার পারদ। এশিয়া কাপের ১৭তম আসরে সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে রোববার ভারতকে ১৭২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। টি–টোয়েন্টি ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৫৯, মেলবোর্নে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে। দলটির হয়ে ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার ফারহান। ৩৩ রানে ২ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার শিভাম দুবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সবার আগ্রহের বিষয়...