চোখের পাতা কাঁপা খুব বড় কোনো রোগের কারণ নয়। আর যদি দীর্ঘ সময় ধরে এক চোখ বা দুই চোখেই এমন হতে থাকে, সেই সঙ্গে দৃষ্টি ঝাপসা হয়, তাহলে সতর্ক হতে হবে। কারণ এটা বড় কোনো বিপদের লক্ষণ হতে পারে। অনেক সময়েই স্ট্রোকের আগে চোখের পাতায় এমন কাঁপুনি ধরে। আবার চোখ কাঁপা মানেই অশুভ লক্ষণ, তা কিন্তু নয়। যদিও অনেকেই এমনটি মনে করে থাকেন। আর বাঁ চোখ কাঁপলে শুভ, আর ডান চোখ কাঁপলে কতটা অর্থহানি হতে পারে, সেসব ধারণার বাছবিছার না করে বরং খেয়াল করুন— এতে স্বাস্থ্যহানি ঠিক কতটা হবে। চোখ কাঁপা মানে হলো— চোখের ওপরের পাতায় কম্পন, কখনো চোখের নিচের ‘ওয়াটার লাইন’-এও কাঁপুনি হতে থাকে। এর সঙ্গে শুভ-অশুভের কোনো যোগসূত্র নেই। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে— ‘অকুলার মায়োকেমিয়া’। আর স্ট্রোকের...