মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলায় রোববার,(২১ সেপ্টেম্বর ২০২৫) মানিকগঞ্জ জেলা নারী ফুটবল দল ও খুলনা জেলা নারী ফুটবল দলের খেলাটি ড্র করে। দিনের অন্য খেলায় ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ফুটবল দলকে হারায়। রুনা ২টি ও সঙ্গিতা ১টি গোল করে। খেলা শেষে বাফুফের উইমিং কমিটির সদস্য বাবুরাম ও মো. নজরুল ইসলাম জানান- রংপুর, চাঁপাই, ঠাকুরগাঁ ও ময়মনসিংহ সেমিতে উঠেছে। আজ খেলার বিরতি। আগামীকাল ১ম সেমিতে রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ এবং ২য় সেমিতে ঠাকুরগাঁও ও ময়মনসিং জেলা নারী ফুটবল দল অংশ নেবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল...