বিসিবি নির্বাচনকে ঘিরে যে ভেতরে ভেতরে অগ্নেয়গীরির লাভা তৈরি হয়েছে এবং হয়ত খুব শিগগিরই সেটারর উদ্গীরণ ঘটবে- তার পরিষ্কার আভাস মিললো সোমবার বিকেলে। ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ’র- ব্যানারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারী প্রশাসনের বিপক্ষে প্রকাশ্যে বিসিবির আসন্ন নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ এবং চরম পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে। বিসিবির এবারের নির্বাচনে যাকে ধরা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই তামিম ইকবালসহ বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দের পক্ষ থেকে ফুয়াদ বিন রেদোয়ান, রফিকুল ইসলাম বাবু, সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর, মাসুদুজ্জামান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কাইয়ুম চৌধুরী ও ইসরাফিল খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তাদের প্রত্যেকের...