ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।আরো পড়ুন:ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানকে নিয়োগপরীক্ষায় নকল করতে গিয়ে ধরা ঢাবি হল সংসদ নেতাসহ ৬ শিক্ষার্থী ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানকে নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা ঢাবি হল সংসদ নেতাসহ ৬ শিক্ষার্থী এদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ: ব্যাংক গবর্ন্যান্সের প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন...