দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল, এবার সেই উত্তেজনা গড়িয়েছে সীমান্তে গোলাগুলিতে।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া গুলি বিনিময় চলে প্রায় এক ঘণ্টা। তবে এটি খুবই সীমিত পরিসরে ছিল এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলেও দাবি সেনাবাহিনীর। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে—মে মাসে—দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলায়...