সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাগতিক লঙ্কানদের ৪-০ গোলে হারিয়ে ‘এ গ্রুপ’ সেরা হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। কলম্বোতে আজ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। গোল কিক নেন শ্রীলঙ্কার গোলকিপার সাথীন। তার নিচু করে নেওয়া শট বক্সের বাইরে পেয়ে যায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তবে তার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলকিপার। ফিরতি বলে গোল করে দলকে লিড এনে দেন মোহাম্মদ আরিফ। ২৪ মিনিটে বক্সের বাঁ-প্রান্ত থেকে মানিকের ক্রসে হেড করেন অপু রহমান। তবে তার হেড ফিস্ট করে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলকিপার। ফিরতি বলে নাজমুল হুদার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন লঙ্কার...