আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বাগরাম বিমানঘাঁটি নিয়ে কোনও ধরনের সমঝোতা সম্ভব নয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ঘাঁটিটি ফেরত দেওয়ার দাবি করেছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রবিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফসিহুদ্দিন ফিত্রাত স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু মানুষ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত নিতে চাইছে। তবে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও কারও সঙ্গে ভাগ করা সম্ভব নয়। আমাদের এর কোনও প্রয়োজন নেই। পরে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা আফগানিস্তানের জন্য সর্বোচ্চ গুরুত্বের বিষয়। কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ অভিযানের কেন্দ্রস্থল। ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো সেনারা সেখান থেকে সরে যায়। এরপরই অল্প সময়ের মধ্যে আফগান সেনারা ভেঙে...