বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানিয়েছেন। আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও শিয়ালকাঠি এলাকার সুমন শেখ (৪০), নগরীর কাশিপুর চহঠা এলাকার ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু (১৯), বানারীপাড়ার চাখার এলাকার যুবলীগ কর্মী সজীব হাওলাদার (৩৭) ও কাশিপুরের পশ্চিম চহঠা এলাকার আওয়ামী লীগ সমর্থক সাকির হোসেন সনেট (৩৮)। বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার বলেন, মহানগর বিএনপির নেতারা ঢাকা যাওয়ার উদ্দেশে নথুল্লাবাদ বাস টার্মিনালে যান। এ সময় আওয়ামী লীগের ১৫-১৬ জন ব্যক্তি মশাল নিয়ে মিছিলের চেষ্টা করেন। তখন সাধারণ মানুষ তাদের ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করে মারধর...