পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছে। রবিবার দুপুরে প্রসিকিউশন (পুলিশ) পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনার পর আসামির গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলে স্থানীয়রা মানববন্ধন করে।একইদিন রাতে দেবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছিল, আসামি গ্রেফতারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চলছে এবং তারা সর্বোচ্চ আন্তরিক। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছে।পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার বলেন, আসামিকে আদালত রাজশাহী কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদেশের প্রেক্ষিতে...