২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার অনুসারীরা এখন ঘাপটি মেরে বসে আছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। বিশেষ করে তৃণমুলের মসজিদ-মাদ্রাসা-শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের অবস্থান আঁকড়ে রাখতে মরিয়া তারা। সামাজিকতার আড়ালে তাদের এহেন অপ-তৎপরতায় চাপা উত্তেজনা এখন বাস্তবতা। এরমধ্যে দিয়ে জুলাই শক্তিকে বিভক্তি সহ বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুঁড়ছে অনেকটা প্রকাশ্যে। এমন এক ঘটনায় তোলপাড় চলছে সিলেট নগরীর ২৫ নং ওয়ার্ডের কায়েস্থরাইল জামে মসজিদ ঘিরে। ওয়াকফ এষ্টেইট দাউদপুর,মোছারগাও,বারখলা মসজিদের মোয়াতওল্লী কবির উদ্দিন মিনু একজন চিন্থিত ডেভিল। ওই ওয়ার্ডের আলোচিত আওয়ামীলীগ নেতা ছিলেন তিনি। চলতি বছরে ২ জানুয়ারী মোতায়াল্লী হিসেবে তার মেয়াদ উর্ত্তীন হলেও এখনও পদ আঁকড়ে রয়েছেন তিনি। তার বিরুেদ্ধ রয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার মত অর্থ লুটের অভিযোগ। এছাড়া তার স্বেচ্ছাচারিতায় অতীষ্ট...