২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধের পাশাপাশি আত্মনির্ভর হয়ে উঠতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে তীব্র টানাপোড়েনের মাঝে রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি। ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরালো করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিলেন মোদি। তার রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে...