একটি সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে, পরিবারের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ২১ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশে ফেরার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণ হলো ঠিকই— তবে জীবিত নয়, লাশ হয়ে ফিরলেন ইলিয়াছ মিয়া (৫৪)। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামে পৌঁছায় তার মরদেহ। প্রিয়জনকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। কান্না আর শোকের মাতমে ভারি হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস। নিহত ইলিয়াছ মিয়া সুজাপুর গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৪ সালে কুয়েত যান ইলিয়াছ মিয়া। ২১ বছর ধরে সেখানেই প্রবাস জীবন অতিবাহিত করেন। চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গত ১০...