মোহাম্মদ আরিফের গোলে এগিয়ে গেল বাংলাদেশ। হ্যাটট্রিক উপহার দিলেন রিফাত কাজী। শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল গোলাম রব্বানী ছোটনের দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। নেপালকেও একই ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠল নেপাল। নেপালের সমান পয়েন্ট হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি একই সাথে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল গ্রুপ সেরা হওয়ার লড়াইও। রিফাত-হুদাদের শুরুটাও হয় আক্রমণাত্মক। অষ্টাদশ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় গোল পেয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের নিচু করে নেওয়া কিকে বক্সের বাইরে বল পেয়ে যান নাজমুল হুদা ফয়সাল। তার শট ফিরিয়ে দিলেও আরিফের ফিরতি শট...