ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করাই বাংলাদেশের অর্থনৈতিক মডেল হওয়া উচিত বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “যদি মাইক্রো ইকোনকমির দিকে তাকাই, আমাদের ৮০ থেকে ৯০ বিলিয়ন ডলারের আমদানি। এর মধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য আমদানি করি; ১২ থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করি। মধ্যবর্তী শিল্পপণ্য ও ভোগ্যপণ্যও আমদানি করি। “আমার বিবেচনায় আমাদের অর্থনৈতিক মডেল একটা লাইনে যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা। আপনার শিল্পের সক্ষমতা তৈরি করতে গেলে আপনাকে স্ট্যান্ডাডাইজড তৈরি করতে হবে। আপনাকে সাময়িক সময়ের জন্য বৈচিত্র্যকরণ থেকে দূরে থাকতে হবে। এত বৈচিত্র্য দিয়ে আপনার ইকোসিস্টেম তৈরি হবে না।” রোববার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫' এর সমাপনী...