২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম বগুড়ার নন্দীগ্রামে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাধ্যমিক পর্যায়ে গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অপ্রীতিকর ঘটনা শিক্ষা বিভাগের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমঝোতা করার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বিদ্যালয় মাঠে শিক্ষকদের সামনেই শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। আহতরা থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা ও কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষকসহ আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। এদিন দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন থালতা মাঝগ্রাম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালহা। উল্লেখ করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের আদেশে কড়ইহাট বিদ্যালয়...