সাইফ বলেন, ‘না ওরকম কিছু না। শ্রীলঙ্কায় আমি এখনও ওখানে যাই-ই নাই। আম্মুর ফ্যামিলি রয়েছে, আমি যাই-ই নাই। আমি জানি না। আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা করি, আরও ভালো করতে পারব।’ এশিয়া কাপে গ্রুপ পর্বে সুপার ফোরে উঠতে আফগানিস্তোনের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। সুপার ফোরের প্রথম ম্যাচে এসেই লঙ্কানদের হারিয়ে দিল টাইগাররা। এই জয় বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটাকে সহজ করেছে। সাইফ মনে করেন, এখন বড় স্বপ্ন...