নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান তাদের ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাগুলোতে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড অনুমোদনের বিষয়টি চূড়ান্ত করা হবে। কোম্পানিগুলো হলো—বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড এবং মিথুন স্পিনিং লিমিটেড। এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিশ্চিত করেছে। বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায়। কোম্পানিটি সভায় ২০২৫ সালের জন্য ডিভিডেন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেবে। উল্লেখযোগ্য যে, বঙ্গজ সর্বশেষ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছে। তার আগের বছর কোম্পানিটি ঘোষণা করেছিল ৩ শতাংশ নগদ ডিভিডেন্ড। একই দিনে বিকেল ৪টায় বোর্ড সভা করবে তাল্লু স্পিনিং লিমিটেড। কোম্পানির ঘোষণায় বলা হয়েছে, এ সভায় ডিভিডেন্ড বিতরণের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে দীর্ঘ সময় ধরে শেয়ারহোল্ডাররা এ সুবিধা থেকে...