সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়েছে।ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন রিফাত কাজী। শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে শ্রীলঙ্কা। তবে পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ১৮ মিনিটে লঙ্কান গোলরক্ষকের শট থেকে ফেরত আসা বলে গোল করে লিড এনে দেন মোহাম্মদ আরিফ। এরপর ২৪ মিনিটে মানিকের হেড এবং ফিরতি বলে নাজমুলের শটে গোল পায়নি বাংলাদেশ। ৩৮ মিনিটে মানিকের হেড ক্রসবারে বাধা পায়। বিরতির আগেই কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি লাল–সবুজের প্রতিনিধিরা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৯ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন রিফাত কাজী। সতীর্থের পাস থেকে বল পেয়ে একাই এগিয়ে গিয়ে শট নেন...