বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গেল ২০ সেপ্টেম্বর ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে এই নিয়োগ পরীক্ষা হয়। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ কেন্দ্রের ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে দুজনকে বহিষ্কার করা হয়। ১৩ জনের মধ্যে চারজনকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে বিমান বলছে, এক পরীক্ষার্থী প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করেছেন। আরেক প্রার্থীর কাছে নিষিদ্ধ যন্ত্র পাওয়া গেছে। এসব ঘটনায় মোট সাতজনের বিরুদ্ধে থানায়...