২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম ঢাকা রমনা ইঞ্জিনিয়ার ইনিস্টিউট হল রুমে এ আন্তর্জাতিক মাওলিদ সেলিব্রেশন প্রোগ্রামে মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জমকালো আয়োজনে শিশুদের প্রিয় মুহাম্মদ বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক স্কলার ডক্টর হুসাইন মহিউদ্দিন ক্বাদেরী প্রধান অতিথির বক্তব্যে রাখেন।সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরে তরিকত আল্লামা হাবিব উল্লাহ বাগদাদী,আল্লামা ডক্টর আহসানুল হাদী,আল্লামা মোস্তাক আহম্মেদ পাকপাঞ্জতনী,সাহেবজাদায়ে আল্লামা বদরপুরী,আল্লামা আমিনুল এহসান,এডভোকেট জাহাঙ্গীর আলম রেজবি,এডভোকেট শাহেদুল আলম রেজবি, এডভোকেট মাসুদুল ইসলাম বাচ্চু,কানাগো আব্দুল বাতেন,ক্বারী আবুল খায়ের,মাওলানা আবু সালেহ প্রমুখ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বইটির গুরুত্ব, সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং পাঠকদের জন্য এর উপযোগিতা তুলে ধরেন। লেখক মোহাম্মদ রিয়াজ উদ্দিন তার বক্তব্যে...