২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, নির্বাচন নিয়ে ক্রমশঃ জনগণের মধ্যে সংশয়-সন্দেহ ঘনীভূত হচ্ছে। তাই অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্বাচন যথাসময়ে সুসম্পন্নকরণে যাতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন। রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও শৃঙ্খলার জন্য নির্বাচিত সরকার এই মূহুর্তে সবচেয়ে জরুরি বিষয়। পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য ও দূরত্ব সৃষ্টির সুযোগে পতিত ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থানের সুযোগ তৈরি হচ্ছে কিনা তাও ভাবনার বিষয়। শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।...