এনডিটিভি লিখেছে, রোববার সিঙ্গাপুর থেকে জুবিন গার্গের মরদেহ পৌঁছায় গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। স্ত্রী গরিমা গার্গ এবং আসাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। প্রিয় শিল্পীকে শেষবারের মত দেখতে বিমানবন্দরে জড়ো হন হাজারো মানুষ। বিমানবন্দর থেকে কাহিলিপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার পথে মানুষ ফুল ছিটিয়ে, হাতজোড় করে দাঁড়িয়ে আর কান্নায় ভেঙে পড়ে শেষ বিদায় জানিয়েছেন তাদের প্রিয় শিল্পীকে। শোভাযাত্রায় ছিল জুবিনের প্রিয় ছাদখোলা গাড়িটিও, সঙ্গে ছিলেন তার ব্যান্ড সদস্যরা। সেসময় ভক্তরা গেয়ে ওঠেন তার গান, স্লোগান দেন “জয় জুবিন দা।” অনেকের হাতে ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অহমীয়া ‘গামছা’, যেখানে ‘জে জি (জুবিন গার্গ) ফরএভার’ লেখা ছিল। এই শোক শুধু পথেই সীমাবদ্ধ ছিল না, শহরের প্রতিটি দোকানের সামনে জ্বালানো ছিল ধূপ। ছোট ছোট বুথ বসিয়ে মানুষ...