রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে দীর্ঘ ২২ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. আজিউল্লাহ (৫৮)। তার বিরুদ্ধে ২২ বছর আগে করা মাদক মামলায় তিন বছরের কারাদণ্ড দেন আদালত। শনিবার মধ্যরাতে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লালনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানা পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. কায় কিসলু জানান, আজিউল্লাহ এক সময় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান পুরাতন মসজিদ এলাকায় বসবাস করতেন। শনিবার মধ্যরাতে কাপ্তাই থানার চৌকস টিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে গ্রেফতার করে। তিনি জানান, ২০০৩ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন আসামি অজিউল্লাহ। এতে কিছুদিন পর জামিনে ছাড়া পেলেও পলাতক...