ঢাকার তুরাগে কাশবনের ভেতরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের মামলায় তার স্বামী বাবুল মিয়া এবং তার সহযোগী সম্রাট আদালতে ‘দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন’ বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার পৃথক দুই মহানগর হাকিম রোববার তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশন পুলিশের এসআই আতিকুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম দুই আসামি বাবুল এবং সম্রাটকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। “মহানগর হাকিম পার্থ ভদ্র আসামি বাবুলের এবং আরেক মহানগর হাকিম মেহেদী হাসান আসামি সম্রাটের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।” জবানবন্দি রেকর্ড করার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘পারিবারিক কলহের কারণে পূর্ব পরিকল্পিতভাবে’ বিথী আক্তার বিলকিসকে হত্যা করা হয়। মিরপুর ডিওএইচএস এলাকা থেকে পুলিশ বাবুলকে...