রাশিয়ার যুদ্ধবিমান শুক্রবার সকালে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর অন্যান্য নেটো সদস্যদেশগুলোর পরামর্শ চেয়েছে দেশটি। এস্তোনিয়া সরকার বলেছে, তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে ২১ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করেছে। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন পূর্বাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করতে নেটো মিশনের আওতায় যুদ্ধবিমান মোতায়েন করেছে। নেটোর মুখপাত্র একে রাশিয়ার ‘বেপরোয়া’ আচরণ এবং নেটোর প্রতিক্রিয়া জানানোর ক্ষমতার আরেকটি উদাহরণ বলে মন্তব্য করেছেন। রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে নেটো সদস্য পোল্যান্ড ও রোমানিয়া রাশিয়ার ড্রোনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করার পর। আর্টিকেল ৪ অনুযায়ী, ৩২ সদস্যের নেটো জোটে যে কোনও সদস্য রাষ্ট্র জরুরি পরিস্থিতিতে অন্য সদস্যদেশের কাছে আনুষ্ঠানিকভাবে পরামর্শ চাইতে পারে। বিবিসি জানায়, এস্তোনিয়া নেটোর এমন পরামর্শ চাওয়া দ্বিতীয় দেশ। এর...