ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় খেলার মাঠে রাখা ব্যক্তিমালিকানাধীন স্যানিটারি সামগ্রী, ইটের খোয়া ও জ্বালানি লাকড়ি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপসারণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. জাহাঙ্গীর আলম এবং ঈশ্বরগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। স্থানীয়রা জানান, মাঠে এসব সামগ্রী রাখার কারণে খেলাধুলায় বিঘ্ন ঘটছিল। শিশু-কিশোররা খেলতে গিয়ে আহত হওয়ার ঝুঁকিতে পড়ছিল এবং ফুটবলসহ অন্যান্য খেলার সরঞ্জামও নষ্ট হচ্ছিল। বারবার সতর্ক করা হলেও মালিকপক্ষ বিষয়টি আমলে নেয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত মাঠ থেকে এসব সামগ্রী সরানোর...