পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিমা শিল্পিরা। প্রতিমায় চলছে রঙের আঁচড়। উলু আর ধ্বনিতে মুখর মন্দিরগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। এরই মধ্যে প্রতিমার গায়ে পড়েছে রঙের আঁচড়। সারাদেশের মতো যশোর জেলার শার্শা-বেনাপোলে পুরোদমে চলছে পূজার প্রস্তুতি। শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে এবার ২৯টি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সরেজমিনে মন্দিরে গিয়ে দেখা যায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। অনেক মন্দিরে রং তুলির কাজ চলছে। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার...