প্রথমেই দেখুন যাকে নিয়ে সন্দেহ তার অ্যাকাউন্ট আদৌ সক্রিয় আছে কি না। এজন্য দুজনেরই যে বন্ধুর সঙ্গে পরিচয় আছে, তাকে বলুন ওই ব্যক্তির প্রোফাইল খুঁজে দেখতে। যদি প্রোফাইল পুরোপুরি গায়েব হয়, তবে হয়তো সে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে বা মুছে দিয়েছে। কিন্তু প্রোফাইল থাকলেও কেবল আপনি যদি খুঁজে না পান, তবে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি।২. ট্যাগ করার চেষ্টা করুনফেসবুকে সাধারণত বন্ধুদের পোস্টে বা ছবিতে ট্যাগ করা যায়। যাকে নিয়ে সন্দেহ তাকে কোনো পোস্টে ট্যাগ করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, সেটিও ব্লক হওয়ার ইঙ্গিত হতে পারে।৩. ফেসবুক সার্চ ব্যবহার করুনফেসবুকের সার্চ বক্সে গিয়ে নাম লিখে সার্চ করুন। ‘People’ অপশনে ফলাফল দেখুন। নাম না পেলে বা প্রোফাইল এলে ক্লিক করা না গেলে বুঝবেন হয়তো আপনাকে ব্লক করা হয়েছে।৪. মেসেঞ্জারে দেখুনফেসবুক...