রোববার বিসিসিআইয়ের বিভিন্ন পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শনিবার পর্যন্ত সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী মিঠুন মানহাস মনোনয়ন জমা দিয়েছেন। ৪৫ বর্ষী মানহাস দুবছর বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। শনিবার দিল্লিতে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম আলোচনায় আসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের বর্তমান সদস্য ও সাবেক সদস্যরা। গত আগস্টে ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর সহ-সভাপতি রাজীব শুক্লা অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববারের মধ্যে যদি নতুন করে মনোনয়ন না আসে, তাহলে দিল্লির বৈঠকে আলোচিত নামগুলিই চূড়ান্ত হবে। কর্ণাটকের সাবেক স্পিনার রঘুরাম ভাট হতে চলেছেন বিসিসিআইয়ের নতুন কোষাধ্যক্ষ। বর্তমানে তিনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। সহ-সভাপতি হিসেবে...