বদেশ্বরী মন্দিরের মহালয়ার সংবাদ সংগ্রহের জন্য নৌকায় মোটরসাইকেল পারাপারের চেষ্টার জেরে সাংবাদিকদের ভিডিও ধারণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান। আজ রোববার (২১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর আওলিয়া ঘাটে এ ঘটনা ঘটে। সাংবাদিকরা জানান, শারদীয় দুর্গোৎসবের মহালয়ার সংবাদ সংগ্রহে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। তখন নদীতে তিন-চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেলও পারাপার হচ্ছিল। কিন্তু সাংবাদিকরা নৌকায় উঠতে চাইলে তিনি বাধা দিয়ে বলেন, ‘মোটরসাইকেল নেওয়া যাবে না।’ তখন সাংবাদিকরা প্রশ্ন তোলেন, ‘যখন অন্যরা মোটরসাইকেল নিয়ে পার হচ্ছে, আমরা কেন নিউজ কভারেজ কাজে যেতে পারব না?’ এতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনি আল জাজিরার সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, তাতে আমার কিছু যায়-আসে না।...