রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার আদালতপাড়ার বউ সাজ নামের বিউটি পার্লারে ফেসিয়াল করতে আসেন এক নারী। তার হাতে একটি ব্যাগ ছিল। ফেসিয়ালের জন্য ১৫০০ টাকা দেওয়ার শর্তে কাজ শুরু হয়। একপর্যায়ে মোবাইলফোনে কল এলে ৫ মিনিট পরে এসে ফেসিয়াল করাবেন জানিয়ে ব্যাগ রেখে সেখান থেকে বেরিয়ে যান ওই নারী। তবে পরে তিনি আর ফিরে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও ১০ লাখ ১৮...